বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

নান্দাইলে ভাগনের হাতে মামা খুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৪ মার্চ ২০২৩, ২২:০৮

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা বিরোধের জেরে ভাগনের হাতে মামা মাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর দিগলাপড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মাজিম উদ্দিনের সঙ্গে ভাগনে আবদুর রাশিদ, আল-আমিন, কাদির মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ভাগনের কাঠের টুকরোর আঘাতে মাজিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। মমেকে নেওয়ার পথে রাত ৮টার দিকে মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে আবদুর রাশিদ, আল-আমিন, কাদির মিয়া পালিয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মন্ডল আজকের যায়যায়দিনকে মোবাইল ফোনে বলেন, ‘মামা ভাগনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে মারামারি হয়েছিল। পরে হাসপাতালে নেওয়ার সময় মামা মারা গেছেন বলে শুনেছি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান ‘কিছুক্ষণ পূর্বেই খুনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলেপুলিশ পাঠানো হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে