সোমবার, ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচন

ফলাফল প্রত্যাখ্যান করে তালহার সংবাদ সম্মেলন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৬ মে ২০২৩, ০৯:২৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলম।

বৃহস্পতিবার (২৫ মে) রাত ৯টায় জগন্নাথপুর পৌরশহরের টিএন্ডটি রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে একটি নীল নক্সার ফলাফল প্রকাশ করে আমাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। পূর্ব থেকেই আমরা নির্বাচনী আচরনবিধি লংঘনের অভিযোগ করেছিলাম।

তিনি বলেন, ভোট চলাকালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে মহড়া দিয়ে ভোটারদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। বিভিন্ন সেন্টারে প্রিজাইডিং কর্মকর্তা নৌকার প্রার্থীর পক্ষপাতিত্ব করেন। এমনকি আমাদের কয়েকজন এজেন্ট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। বেলা ২ টা পর্যন্ত কাস্টিং ভোটের দ্বিগুণ ভোট উল্লেখ করে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তা একেবারেই অযৌক্তিক। তাই পরবর্তীতে আমরা আইনী আশ্রয় নেবো, কোনো ষড়যন্ত্র আমাদের রুখতে পারবেনা। সব ষড়যন্ত্রের মোকাবেলা করব ইনশাআল্লাহ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে