বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

চরভদ্রাসনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
  ২৬ মে ২০২৩, ০৯:৫৪

ফরিদপুরের চরভদ্রাসনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ছয়টার দিকে চরভদ্রাসন সদর বাজারের ভুষিহাটে এ সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন থানা এ সভার আয়োজন করে।

চরভদ্রাসন হাট বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবুল কালম আজাদ, ব্যবসায়ী আনোয়ার আলী মোল্যা, শহিদ মোল্যা, সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম মোল্যা, সাংবাদিক আবদুস সবুর কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর ইউনিয়নের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মোরশেদ আলম।

সভায় পুলিশী সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বিট পুলিশং সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন সেলিম রেজা। এছাড়া সদর বাজার সহ তার পার্শবর্তী এলাকার নিরাপত্তায় পৃথক পুলিশি টহলের কথা জানান তিনি। পাশাপাশি ইভটিজিং, মাদক রোধে কলেজ, বিভিন্ন স্কুল সড়ক সহ আলোচনায় উঠে আসা স্থান সমূহ পুলিশের নজরদারীতে থাকবে বলে জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে