শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দীঘিনালায় ১ ইউপিতে নির্বাচন ১৭ জুলাই

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০১ জুন ২০২৩, ১৭:৫৪
দীঘিনালায় ১ ইউপিতে নির্বাচন ১৭ জুলাই
দীঘিনালায় ১ ইউপিতে নির্বাচন ১৭ জুলাই

দীর্ঘদিনের অবসান ঘটিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আগামী ১৭ জুলাই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানাযায়। উপজেলা নির্বাচন অফিস সূত্র তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

৩১ মে (বুধবার) দুপুরে নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন, বাছাই ১৯ জুন ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন। বাবুছড়া ইউপিতে মোট ৯ টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে