বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
  ০১ জুন ২০২৩, ১৮:১৩

পিরোজপুরে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা টাক্সফোর্স কমিটির উদ্যোগে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল ডা. মোঃ হাসনাত ইউসুফ জাকি, সাংবাদিক গৌতম রায় চৌধুরী, মোঃ মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, জেলা আইনজীবি সমিতির সভাপতি খান মোঃ আলাউদ্দিন প্রমুখ।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়নে প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে