শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সুবর্ণচরে পুলিশ উপ-পরিদর্শকের বিদায় সংবর্ধনা

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  ০৭ জুন ২০২৩, ১৫:৫৭
সুবর্ণচরে পুলিশ উপ-পরিদর্শকের বিদায় সংবর্ধনা
সুবর্ণচরে পুলিশ উপ-পরিদর্শকের বিদায় সংবর্ধনা

সুবর্ণচরে চাকুরী থেকে অবসর জনিত কারণে পুলিশ উপপরিদর্শক মো:সামছুল আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছে চরজব্বার থানা।

আজ বুধবার (৭ জুন) দুপুরে চরজব্বার থানার সভা গ্রাউন্ডে চরজব্বার থানার আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পুলিশ পরিদর্শক মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মোহাম্মাদ ইব্রাহিম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন।

অনুষ্ঠানের শুরুতে সহকর্মীদের মধ্যে স্মৃতি চারণ করেন এস আই মিজানুর রহমান, এস আই মতিউর রহমান, এএসআই মো.জসিম উদ্দিন প্রমূখ।

বিদায়ী উপপরিদর্শক এএসআই সামসুল আলম দীর্ঘ ৩৯বছরের চাকুরী জীবনের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগআপ্লুত হয়ে যান।তিনি বলেন ১৯৮৫ সালে আমি পুললিশের সদস্য হিসেবে যোগদান করি। চাকুরী জীবনের অনেক স্মৃতি আমার কাছে শিক্ষা হয়ে থাকবে। জীবন থেকে বিদায় নেওয়ার আগপর্যন্ত অবসর জীবনে মানুষের সেবা করার চেষ্টা করবো।

বিদায় অনুষ্ঠান শেষে তার সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সজ্জিত পুলিশে গাড়িতে তুলে বিদায় দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে