শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
walton

বকশীগঞ্জে নিখোঁজের চার ঘন্টা পর নারীর লাশ উদ্ধার 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩৭

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের চার ঘন্টা পর গোলাপফুল বেগম (৫১) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১১ টায় তার বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে। গোলাপফুল বেগম আকন্দ পাড়া গ্রামের মৃত আব্দুল করিমের স্ত্রী।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, বুধবার সন্ধ্যা ৭ টা থেকে মানসিক প্রতিবন্ধী গোলাপফুল বেগম নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তাকে নিজ ঘরে না পেয়ে তার ছেলে, ছেলের বউ ও বাড়ির লোকজন অনেক খোঁজাখুজি করতে থাকে।

পরে চার ঘন্টা পর রাত ১১ টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে তার মরদেহ পাওয়া গেলে গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ও বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, বৃহস্পতিবার (২১ সেপেম্বর) দুপুর ১২ টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি কিভাবে মারা গেছেন ময়না তদন্তের পর জানা যাবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে