রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
walton

কুমিল্লায় পিস্তলসহ ১৫ মামলার আসামি বুলেট গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বুলেট নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক, অস্ত্র ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১৫টি মামলা চলমান রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

তিনি বলেন, গোপন তথ্যে জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় তকদীর হোসেন বুলেট ওরফে জলিল নামের ওই যুবককে আটক করে দেহ তল্লাশি চালিয়ে ব্রাজিলের তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার বুলেট কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার বুলেটের বিরুদ্ধে আগের মাদকের আটটি, অস্ত্রের একটি, দুইটি ডাকাতি, দুইটি দস্যুতা এবং অন্যান্য অপরাধসহ ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের পর নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে