বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঘোষিত কর্মসূচির সমর্থনে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছেন জেলায় কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ।
মঙ্গলবার বিকেল নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায়
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় যুগ্মসচিব প্রফেসর ড.লোকমান ভূইঞা। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম