রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৪
জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি
জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ফারুক আলম টবি

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি।

সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফারুক আলম টবিকে বোদা উপজেলার নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা, পৌর মেয়র মো. আজাহার আলী, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে