শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ১৯:৩৭
আপডেট  : ০১ অক্টোবর ২০২৩, ১৯:৫৪
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ০১ অক্টোবর ২০২৩ ইং তারিখ ০২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোছাঃ লুসিয়ারা বেগম (৪৫), পিতা-মৃত বেলাল উদ্দিন বিশ্বাস, সাং- সরজন মহিপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’ কে ২০৫ গ্রাম হেরোইন ও ০১টি মোবাইল ফোন সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমন্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে তার বসত বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর বসত বাড়ীতে মাদক সংরক্ষণ করে রাখা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার বসত বাড়ীর ঘরের মেঝেতে বিশেষ কায়দায় তৈরীকৃত গর্তের ভিতর থেকে ২০৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে