শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ০১ অক্টোবর ২০২৩, ২০:৩৩
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

রবিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শোভাযাত্রা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দসহ জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে