স্মার্ট বাংলাদেশ বির্নিমানে উৎপাদনশীলতা এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন আয়োজন করেন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবাহী অফিসার মো: মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আনন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা কমিশনার (ভূমি) মো: ফিরোজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্ব জায়গায় উৎপাদনশীলতা বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক নবাগত উপজেলা নিবাহী অফিসার মো: মনজুরুল আলম কে ফুলেল শুভেচছা জানান। এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস