রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
walton

মহেশপুরে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৫:০২

ঝিনাদহের মহেশপুরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে সামাদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলার আজমপুর ইউপির মদনপুর গ্রামের বেলে মাঠের আমন ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধ সামাদ আলী একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থায়ীয় ও তার পরিবার সূত্রে জানাযায়, গত শুক্রবার রাতে খাবার পর বাড়ি থেকে বের হন তিনি। পরে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজার পরও কোন সন্ধান মেলেনি। সকালে জমির মালি ধান ক্ষেতে মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ সনাক্ত করে।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যু কারন নিশ্চিত করা যাবে বলেও জানায় পুলিশ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে