কুমিল্লার চান্দিনায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম উজ্জল মিয়া তিনি ডেকোরেশনের কাজ করতেন। রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বেলাসর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, উজ্জলের বন্ধু আওয়াল। সন্ধায় মোবারকের বাড়ির সামনে আওয়াল তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। পরে আশপাশের মানুষ উজ্জলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা যান তিনি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে যায়যায়দিনকে বলেন, হত্যাকাণ্ডে জড়িত দের আইনের আওতায় আনা হবে। কী কারণে তারা তাকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
যাযাদি/ এসএম