শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভোলায় ব্লক ধসে শিশুসহ নিহত ১ , আহত ৩

স্টাফ রিপোর্টার ভোলা
  ০২ অক্টোবর ২০২৩, ১৬:৪৫
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২৮
ভোলায় ব্লক ধসে শিশুসহ নিহত ১ , আহত ৩
ভোলায় ব্লক ধসে শিশুসহ নিহত ১ , আহত ৩

ভোলায় মেঘনা নদীর র্তীর সংরক্ষণ সিসি ব্লক ধসে যাওয়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।সোমবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্যঘাট সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে। নিহত লাইজু বেগম (৩৮) এর নাম পাওয়া গেছে ।

নিহত লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তিনি পেশায় একজন ভিক্ষুক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, গত মাস থেকে ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘান নদীর র্তীর সংরক্ষণ সিসি বøক বাঁধ ধ্বসের ঘটনা ঘটছে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড থেকে ধ্বসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধ্বস প্রতিরোধে কাজও করছেন। সোমবার দুপুরের দিকে তালতলি মৎস্য ঘাট সংলগ্ন র্তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নৌঙর করে মাছ নিয়ে মৎস্য ঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা। ওই সময় ওই নারী র্তীরের ব্লকের উপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন।

এসময় হঠাৎ ব্লক ধ্বসে যায়। এতে লাইজু বেগম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও এ ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছে। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে