জয়পুরহাটের আক্কেলপুরে নবাগত উপজেলা নিবাহী অফিসার (ইউএনও)র সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নিবাহী অফিসার মো: মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: ফিরোজ হোসেন, আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওম প্রকাশ আগরওয়ালা,সাধারণ সম্পাদক আতিউর রাব্বী তিয়াস,সিনিয়র সাংবাদিক রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা,দৈনিক করতোয়ার প্রতিনিধি মো: মিনার হোসেন,সাপ্তাহিক সত্যেরপথে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার নুরুন্নবী আরিফ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি নেয়াজ মোরশেদ।
যাযাদি/এসএস