শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিরামপুরে প্রতিবন্ধী মুরাদ হারিয়ে যাওয়ায় থানায় জিডি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ০৯:০৬
বিরামপুরে প্রতিবন্ধী মুরাদ হারিয়ে যাওয়ায় থানায় জিডি
বিরামপুরে প্রতিবন্ধী মুরাদ হারিয়ে যাওয়ায় থানায় জিডি

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ৫ নং ওয়াডের ফল বিক্রেতা নিয়ামত আলি ও ডলি বেগম পরিবারের পুত্র (মানোষিক ভারসাম্যহীন) মো: ফরহাদ হোসেন মুরাদ (২৬) কে খোঁজা খুঁজি করে কোথাও না পেয়ে বিরামপুর থানায় হারিয়ে যাওয়ার সাধারণ ডায়েরী করেছেন মানষিক ভারসাম্যহীন মূরাদের বাবা নিয়ামত আলি। বিরামপুর থানার জিডি নং -২০৭৩, তারিখ -৩১-০৮-২০২৩।

মুরাদ এর পিতা সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, আমার মানোষিক ভারসাম্যহীন ছেলে মূরাদ গত ১৬ আগস্ট -২০২৩ সকাল ১০ টার দিকে বাড়ি থেকে ঢাকা মোড হয়ে রেল স্টেশন এর দিকে জায়। তার পরে সে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ‍্যা হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে বিরামপুর পৌর শহরের বিভিন্ন মোড়, অলি গলি, বাস স্টান, রেল স্টেশন, সি এন জি স্টান সহ সব জায়গায় খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধ‍্যান পাওয়া যায়নি।

এ বিষয়ে বিরামপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নং -২০৭৩, তারিখ -৩১-০৮-২০২৩।

মুরাদ এর পিতা মো: নিয়ামত আলি তার মানোষিক ভারসাম্যহীন ছেলে সন্ধান পেলে সন্ধান দাতাকে ০১৮৮৩-৪৯৯০৩৪ নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরুধ জানিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে