ঝিনাইদহের মহেশপুর থেকে ৪০৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃত মাসুম মোড়ল (৩৫) যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে এবং ইমরান নাজির (২৪) একই জেলার শার্শা থানার পশ্চিমকোটা গ্রামের তাইজেল গাজীর ছেলে। এছাড়া চলতি বছরের আগস্ট মাসে ২৫ লাখ ৬৬ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করে জেলা পুলিশ। এসব ঘটনায় ৬২ জনকে গ্রেপ্তার ও ৪৫টি মামলা হয়েছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার আজিম-উল-আহসান।
ঝিনাইদহ পুলিশ সুপার আজিম-উল-আহসান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ চেকপোষ্ট বসিয়ে নিয়মিত সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গেল রাতে মহেশপুর উপজেলার গুড়দহ বাজারে চেকপোষ্ট পরিচালনা কালে সন্দেহভাজন একটি পিকআপ এর গতিরোধ করে তল্লাশী করা হয়। সেসময় গাড়ির পেছনে ফশনটি বস্তার পভতর থেকে ৪০৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গাড়ীর চালক মাসুম মোড়ল ও অপর জন ইমরান নাজিরকে আটক করা হয়।
গাড়িসহ উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২১ লাখ ২৫ হাজার টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানে নের্তৃত্ব দেন মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আশীষ দাস ও অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার আরো জানান, আগস্ট মাসে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল, গাজা, ইয়াবা সহ ২৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা মুল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৬২ জনকে গ্রেপ্তার ও ৪৫ মামলা হয়েছে।
যাযাদি/ এস