শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বরিশা‌লে সা‌ড়ে ৪ টন প‌লি‌থিন জব্দ

বরিশাল অ‌ফিস
  ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪২
বরিশা‌লে সা‌ড়ে ৪ টন প‌লি‌থিন জব্দ
বরিশা‌লে সা‌ড়ে ৪ টন প‌লি‌থিন জব্দ

ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কের বিমানবন্দর থানাধীন কা‌মিনী পে‌ট্রোল পা‌ম্পের সামনে থে‌কে দু‌টি পিকআপ ভ‌র্তি সা‌ড়ে ৪ টন নি‌ষিদ্ধ‌ঘো‌ষিত প‌লি‌থিন উদ্ধার ক‌রে‌ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তর। এসময় আটক করা হ‌য়ে‌ছে ৩জন‌কে।

এ ঘটনায় সোমবার (০২ অ‌ক্টোবর ) ২ চালকে‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। ব‌রিশাল প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক আঃ মা‌লেক এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন। ‌

তি‌নি ব‌লেন, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে ‌রোববার দিবাগত রাত আড়াইটায় তারা বিমানবন্দর থানা সংলগ্ন রহমতপুর কা‌মিনী পে‌ট্রোল পা‌ম্পের সাম‌নে অ‌ভিযান চালান। এসময় পু‌লি‌শের উপ‌স্থিতিতে দু‌টি পিকআপ ভ‌্যান থে‌কে স‌া‌ড়ে ৪ হাজার টন প‌লি‌থিন উদ্ধার করা হয়।

পিকআপ দু‌টির এক‌টি ঢাকা থে‌কে পটুয়াখালীর বাউফলের কা‌লিস‌রী বাজার এবং অপরটি পি‌রোজপুরের মঠবা‌ড়িয়া উপ‌জেলায় যাওয়ার কথা। ঘটনাস্থল থে‌কে পিকআপ চালক মে‌াঃ ইউনুস কালু (৩৮) ও মাহমুদুল হাসান (৩৩) এবং হেল্পার মা‌নিক হো‌সেন (১৭) কে আটক করা হ‌য়ে‌ছে।

তি‌নি ব‌লেন, সোমবার বি‌কে‌লে আটককৃত‌দের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট দেবদানী কর এর আদাল‌তে হ‌া‌জির করা হ‌লে চালক কালু ও মাহমুদুল‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে