ঢাকা-বরিশাল মহাসড়কের বিমানবন্দর থানাধীন কামিনী পেট্রোল পাম্পের সামনে থেকে দুটি পিকআপ ভর্তি সাড়ে ৪ টন নিষিদ্ধঘোষিত পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় আটক করা হয়েছে ৩জনকে।
এ ঘটনায় সোমবার (০২ অক্টোবর ) ২ চালকেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঃ মালেক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াইটায় তারা বিমানবন্দর থানা সংলগ্ন রহমতপুর কামিনী পেট্রোল পাম্পের সামনে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতিতে দুটি পিকআপ ভ্যান থেকে সাড়ে ৪ হাজার টন পলিথিন উদ্ধার করা হয়।
পিকআপ দুটির একটি ঢাকা থেকে পটুয়াখালীর বাউফলের কালিসরী বাজার এবং অপরটি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যাওয়ার কথা। ঘটনাস্থল থেকে পিকআপ চালক মোঃ ইউনুস কালু (৩৮) ও মাহমুদুল হাসান (৩৩) এবং হেল্পার মানিক হোসেন (১৭) কে আটক করা হয়েছে।
তিনি বলেন, সোমবার বিকেলে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবদানী কর এর আদালতে হাজির করা হলে চালক কালু ও মাহমুদুলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাযাদি/ এস