শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হাতীবান্ধায়  স্কুল কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:১২
হাতীবান্ধায়  স্কুল কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
হাতীবান্ধায়  স্কুল কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধ ভাবে স্কুল পরিচালনা কমিটি গঠন করায় মানববন্ধন করেছে স্থানীয় ও অবিভাবকেরা।

অভিযোগ উঠেছে হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে । এই অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক বৃন্দ। সোমবার দুপুরে কেতকীবাড়ি বাজারে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন। উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন না করে প্রধান শিক্ষক মিজানুর রহমান তার বড় ভাইকে সভাপতি করে মন গড়া কমিটি করার অভিযোগে মানববন্ধন করে অভিভাবক ও এলাকাবাসী।

এসময় তারা বলেন, অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে অভিভাবক বৃন্দ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন কাজ না হওয়ায় আদালতে মামলা করেছেন।

মানববন্ধনে অভিযোগ করে অবিভাবক সদস্য আনোয়ার হোসেন বলেন, আমার বাবা এই স্কুলের দাতা সদস্য তার স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক মিজানুর রহমান অবৈধ নির্বাচন দেখিয়ে কমিটি গঠন করে। এসময় তারা বক্তব্যে বলেন আমরা এই কমিটি বাতিল করে নতুন নির্বাচন করে কমিটি গঠনের দাবি জানাই ।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, নিয়ম মেনেই কমিটি করা হয়েছে। একটি মহল সবসময় স্কুলের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহিন অভিযোগ করে।

এ বিষয়ে উপজেলা নিবাহী অফিসার নাজির হোসেন বলেন, যেহেতু তারা ওই কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে, আদালত যে ভাবে নির্দেশনা দিবে সেই মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে