আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমেদ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নে জনসাধারণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে নিয়মিত উপজেলার বিভিন্ন হাট-বাজারে পথসভা ও সরকারের উন্নয়ন চিত্র প্রচার করছেন।
নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে সোমবার বিকালে তিনি উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারে হাট বৈঠক ও পথসভায় বক্তব্য রাখেন।
গণসংযোগকালে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের প্রচারপত্র সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। প্রচার পত্রে লেখা ছিল শেখ হাসিনার সরকার বার বার দরকার, উন্নয়নের সরকার বার বার দরকার, শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন, নৌকা যার আমরা তার।
আড়াল বাজারে হাট বৈঠক ও পথসভায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ সততা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে অংশ গ্রহনের আহবান জানান। তিনি বিভিন্ন কৌশলে স্থানীয় উঠতি বয়সী তরুন ও যুবকদের বঙ্গবন্ধু মুজিব আদর্শে উজ্জিবীত করার প্রয়াস পাচ্ছেন।
আলম আহমেদ জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে। তিনি কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের হাট-বাজার ও মসজিদে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আওয়ামীলীগ যদি যোগ্য মনে করে মনোনয়ন দেয় তাহলে তিনি বিপুল ভোটে এ আসনে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ মোতাহার হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ আইন উদ্দিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক নেতা শাহ জানি আলম কনক, উপজেলা কৃষকলীগের সাবেক নেতা মজিবুর রহমান চৌধুরী আঙ্গুর,কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব, কৃষকলীগের সাবেক নেতা সিদ্দিকুর রহমান রতন প্রমুখ।
যাযাদি/ এসএম