শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গফরগাঁওয়ে  শিক্ষার্থীদের  ইউএনও’র খেলার সামগ্রী বিতরণ    

গফরগাঁও প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৫০
গফরগাঁওয়ে  শিক্ষার্থীদের  ইউএনও’র খেলার সামগ্রী বিতরণ    
গফরগাঁওয়ে  শিক্ষার্থীদের  ইউএনও’র খেলার সামগ্রী বিতরণ    

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান করোনায় ঝড়ে পড়া শিক্ষার্থীদের কিভাবে আবার লেখাপড়ায় মনোযোগী করে স্কুলে ফিরিয়ে আনতে এবং শিক্ষার মান বৃদ্ধিতে মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শির্ক্ষীদের সাথে মতবিনিময় সভা করছেন ।

মঙ্গলবার সকাল ১১টায় গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুলের হল রুমে এ মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক সিব্বির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান ।

বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইঁয়া ,গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল হক বিপ্লব,সিনিয়র শিক্ষক আবুল কাশেম, শহিদুর রহমান প্রমুখ । নবম শ্রেনীর মতভিনিময় সভায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা সরাসরি ইউএনও এর সাথে তাদের মতামত শেয়ার করেন । এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে উপহার দেন ফুটবলসহ খেলার সামগ্রী। উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইঁয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জীবিত করতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের আন্তরিকতা প্রশংসনীয়। নিয়মিত পরিদর্শন, পরামর্শ , মতবিনিময় সভা এবং নির্দেশনা মাধ্যমিক শিক্ষাকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে উঠতে হবে । আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি । তাই লেখাপড়ায় মনোযোগী ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে অভিভাবক ও শিক্ষার্থী দের আহবান জানান ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে