শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফেনীতে পর্দা উঠলো অর্নূধ্ব- ১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের

ফেনী প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৪
ফেনীতে পর্দা উঠলো অর্নূধ্ব- ১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের
ফেনীতে পর্দা উঠলো অর্নূধ্ব- ১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ফেনী পৌরসভার সার্বিক সহযোগতিায় ফেনী ফুটবল একাডেমি ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে সোমবার (২ সেপ্টম্বর) অর্নূধ্ব - ১৫ একাডেমি কাপ ফুটবল র্টূনামন্টেরে উদ্বোধন হয়ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন ও র্টূনামেন্টরে উদ্বোধন করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম ।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফুটবল একাডেমি ফেনীর সভাপতি আমির হোসেন বাহারের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য ও বাংলাদশে ফুটবল ফেডারেশনের কোচ দীপক চন্দ্র নাথ, সদস্য তৌহিদুল ইসলাম তুহনি, সদস্য জাহাঙ্গীর আলম, সাবকে কৃতি খেলোয়াড় হেলাল উদ্দিন, খালেদ বনি শাজাহান আদনান সহ র্টূনামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়ড়, র্কমর্কতা ও আমন্ত্রতি অতিথিগণ।

খেলা উপভোগ করার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। জানা যায় র্টূনামেন্টে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর এই তিন জেলার ৮টি একাডেমি দল অংশগ্রহণ করছে। ফেনী পৌরসভার পক্ষ থেেক অংশগ্রহণকারী দলগুলোকে প্রাইজমানি ও ফুটবল উপহার দেয়া হয়।

উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খলোয় পরশুরাম ফুটবল একাডেমি ২-০ গোলে ফেনী র্স্পোটস একাডেমিকে পরাজতি করে। ২য় খেলায় ছাগলনাইয়া ফুটবল একাডেমি ২-০ গোলে নোয়াখালী স্টার একাডেমীকে পরাজতি করে। ৩য় খেলায় লক্ষীপুর রাইজিং স্টার ৩-১ গোলে বাফুফে গ্রাসরুট দলকে পরাজতি করে। ৪র্থ খেলায় ফেনী ফুটবল একাডেমি ৪-১ গোলে নোয়াখালীর সোনাইমুড়ি ফুটবল একাডেমিকে পরাজিত করে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে