শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কেরানীগঞ্জে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৬:৩৩
কেরানীগঞ্জে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক
কেরানীগঞ্জে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

অভিনব কৌশলে স্কুটির টায়ার ও সিট কভারে মাদক পরিবহনকালে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব -১০।

আটককৃত মাদক কারবারি হলেন- মোহাম্মদ রাসেল (৩১)। এসময় ২২ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটি জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে র‍্যাবের সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক মাদক কারবারি স্কুটিযোগে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার কেরানীগঞ্জ ও ফরিদপুরের মধুখালিসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল দিকে র‌্যাব-১০, একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন থেকে আঞ্চলিক মহাসড়ক এলাকার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট বসায়।

একটি সন্দেহজনক স্কুটিকে থামানোর সংকেত দিলে গাড়ির চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্কুটিসহ একজনকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা স্কুটির সিটে বাঁধা আনুমানিক পঞ্চাশ হাজার টাকা মূল্য মানের ২২ বোতল বিদেশী মদ জব্দ ও একজনকে আটক করা হয়।

আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক আসামি ও উদ্ধার মালামাল কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে