শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চিতলমারীতে আড়াই শ বছর পুরানো তমাল গাছ তলায় হরি মন্দির নির্মাণ কাজের উদ্বোধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৩, ১৭:৫৭
চিতলমারীতে আড়াই শ বছর পুরানো তমাল গাছ তলায় হরি মন্দির নির্মাণ কাজের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে গরীবপুর গ্রামের প্রধান শিক্ষক ক্ষিতিশ রায়ের বাড়িতে ঐতিহ্যবাহী আড়াই শ বছরের প্রাচীন তমাল গাছ তলায় ভাগ্যধর রায় সর্বজনীন হরি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ হরি মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করেণ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি মতুয়া আচার্য্য সুব্রত ঠাকুর।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চরবানিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ মতুয়া মহা সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য অলোক বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনিমোহন মন্ডল, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সজল কান্তি বাড়ৈসহ মতুয়া মহা সংঘের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। হরি মন্দির উদ্বোধন শেষে গ্রামবাসীর আয়োজনে মহোৎসবের আয়োজন করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে