শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
মৌলভীবাজারে বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী সচেষ্ট থাকবে

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১৬
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী সচেষ্ট থাকবে

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি বলেছেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বিমান বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে ইতোমধ্যেই বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান পরিবহন বিমান, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার ডিফেন্স র‌্যাডার, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম।

তিনি মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এ বিমান বাহিনীর ৫১ তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ বদরুল আমিন এবং রিক্রুটস্ ট্রেনিং স্কুল এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোঃ আহসানুর রহমান তাঁকে স্বাগত জানান।

পরে প্রধান অতিথি হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট-এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে শ্রদ্ধা জানান সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের। তিনি দাবী করেন বিমান বাহিনীর সদস্যগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরাই বিমান তৈরির মতো একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করেছে- যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

এছাড়াও তিনি বলেন, আজ বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল কার্যক্রম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ মিশন ছাড়াও দেশে বিদেশে দুর্যোগকালে সরকারের মানবিক সহায়তা জনগণের কাছে দ্রুত পৌঁছে দেয়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

তিনি রিক্রুটদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও বিমান বাহিনীর সম্মান অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকার আহবান করেন। পাশাপাশি সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বানও জানান। পরে তিনি বাংলাদেশ বিমান বাহিননীর চারটি নতুন স্কোয়াড্রন এর ফলক উম্মোচন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন।

৫১ তম এ কুচকাওয়াজের মধ্য দিয়ে ৩৫৯ জন পুরুষ এবং ৩৯ জন মহিলা সহ মোট ৩৯৮ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে