শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

শার্শায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা

শার্শা (যশোর) প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯
শার্শায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা

যশোরের শার্শায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে অর্ন্তভুক্তিতে নাগরিক উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক রঞ্জন দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত অফিসার অনিতা মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, নাগরিক উদ্যোগের সহকারী বিভাগীয় সমন্বয়কারী পলাশ দাস, যশোর জেলা ভলান্টিয়ার কার্তিক দাস ও সীমা বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা সমাজে পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত বিভিন্ন শ্রেণি-পেশার জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে করণীয় দিক নিয়ে বিস্তর আলোচনা করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে