রাজশাহীতে শীতের শুরুতেই দেশের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত দরিদ্র ও দু:স্থ মানুষের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৪০০ কম্বল হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে এ কম্বল তুলে দেন আশার রাজশাহী ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদরের রিজিওনাল ম্যানেজার মাসুদ দাদখান, গোদাগাড়ীর রিজিওনাল ম্যানেজার কোরবান আলী, ব্রাঞ্চ ম্যানেজার মোনায়েম হোসেন ও এনামুল হক।
আশার ডিস্টিক্ট ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও জেলা প্রশাসনের মাধ্যমে রাজশাহী জেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের লক্ষে এসব কম্বল হস্তান্তর করা হয়েছে। আশা করি আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
যাযাদি/ এম