বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

শিবপুর হানাদার মুক্ত দিবস পালন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:০০
শিবপুর হানাদার মুক্ত দিবস পালন

নরসিংদীর শিবপুর উপজেলা পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মো: সজীব। এসময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিপ্লব চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভার পূর্বে মুক্তিযোদ্ধা সংসদ ভবণ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উল্লেখিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য দেশের অন্যান্য এলাকার মতো নরসিংদী জেলার শিবপুর থানায়ও ডিসেম্বর মাসে পাক বাহিনীর উপর মুক্তিযোদ্ধাদের আক্রমন তীব্রতর হয়। পুটিয়া সংলগ্ন ক্যাম্পে চর্তুমুখী আক্রমন চালায়। প্রচন্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প। ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীরা নরসিংদীর অভিমুখে পালিয়ে গেলে হানাদার মুক্ত হয় শিবপুর।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে