শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কুতুবদিয়ায় জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে র‌্যালি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫১
আপডেট  : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৪০
কুতুবদিয়ায় জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে র‌্যালি

‘ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জলবায়ু ন্যায্যতা’র দাবীতে কক্সবাজারের কুতুবদিয়ায় বৈশ্বিক কর্মসূচীর অংশ হিসেবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটায় ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যােগে সিটিজেন পার্ক থেকে র‌্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা বলেন,আসুন আমরা প্রকৃতিকে বাচাঁতে রাস্তার দু পাশে গাছ লাগাাই তাতে সৌন্দর্য বাড়বে পরিবেশও রক্ষা পাবে।

এছাড়া, পরিবেশ রক্ষায় এখনই সচেতন না হলে প্রকৃতির বিরূপ প্রভাব পড়বে জনজীবনে বলে দাবি করেন তিনি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে