রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চৌদ্দগ্রামে জাল-জালিয়াতির মাধ্যমে জোরপূর্বক জায়গা দখল, হামলায় আহত-২, থানায় অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৭
চৌদ্দগ্রামে জাল-জালিয়াতির মাধ্যমে জোরপূর্বক জায়গা দখল, হামলায় আহত-২, থানায় অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে জাল-জালিয়াতির মাধ্যমে বসতবাড়ির ৬ শতক জায়গা দখলের অভিযোগ উঠেছে। এতে বাধা দেয়ায় অস্ত্রসস্ত্র নিয়ে জালিয়াতচক্রের হামলায় ৪ জন আহত হয়েছে। উপজেলার বাতিসা ইউনিয়নের চান্দকরা গ্রামের উত্তর পাড়ার মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাহার মিয়া বাদি হয়ে একই বাড়ির জালাল, মোহাম্মদ আলী শিশু, বাচ্চু মিয়া, মিনারা বেগম, আখি বেগম, রৌশনারা বেগম ও রবিনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার (০২ই জানুয়ারী) রাতে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বাহার মিয়া স্ব-পরিবারে চট্টগ্রামে বসবাস করেন। দীর্ঘদিন বাড়িতে না থাকায় বাহার মিয়ার পৈত্রিক ৮ শতক জায়গা জোরপূর্বক দখল করে আসছে মোহাম্মদ আলী ওরফে শিশু গং। এর মধ্যে তারা জাল জালিয়াতির মাধ্যমে ৬ শতক জায়গা নিজেদের নামে বিএস সৃজন করে এবং আধা শতক অন্যত্র বিক্রি করে। গত মঙ্গলবার সকালে বাহার মিয়া নিজের জায়গায় বসতঘর নির্মাণ শুরু করলে মোহাম্মদ আলী গং পরিকল্পিতভাবে দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়া বাহার মিয়ার ভাতিজি হাজেরা বেগমের উপর হামলা করে। তাকে উদ্ধারের জন্য বাহার মিয়া, তার স্ত্রী আম্বিয়া বেগম, ছোট ভাই আবু ছাইদ এর স্ত্রী ছেনোয়ারা বেগম এবং বড় বোন রূপচান বেগম এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা করে মোহাম্মদ আলী গং। এসময় বাহার মিয়ার অপর ভাতিজি সাদিয়া আক্তার মোবাইল ফোনে ভিডিও ধারন করতে গেলে মোহাম্দ আলী শিশু গং সাদিয়াকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হামলার শিকার হওয়া নারী-পুরুষের আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ৫০ হাজার টাকা মূল্যের নির্মাণ সামগ্রী নষ্ট করে প্রাণে হত্যার হুমকি দিয়ে চলে যায়। হামলায় আহত আম্বিয়া বেগম, ছেনোয়ারা বেগম, রুপচান বেগম ও ভাতিজী হাজেরাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এরমধ্যে হাজেরা ও রুপচান বেগম হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনায় অভিযুক্ত বিবাদী শাহজালাল আবদীন বলেন, বাহার মিয়া গং আমাদের উপর হামলা করেছে। তাদের উপর হামলার ঘটনা সত্য নয়।

অভিযুক্ত শাহজালালের স্ত্রী মিনারা বেগম বলেন, বাহার মিয়া গং আগে আমাদের উপর হামলা করলে আমরা পাল্টা হামলা করি।

চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে’।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে