রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নৌকার প্রার্থীকে 'রাজাকার পরিবারের সদস্য' বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪৮
নৌকার প্রার্থীকে 'রাজাকার পরিবারের সদস্য' বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে ঈগল প্রতীকের সেলিনা ইসলামকে কারণ দর্শাতে বলা হয়।

এতে বলা হয়, জাতীয় একটি অনলাইন পত্রিকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে 'রাজাকার পরিবারের সদস্য' বলেছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে।

তাই আগামী ৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

একইদিন সকালে জেলা আওয়ামী লীগ নেতা আইনজীবী লুৎফর রহমান গাজী আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত এ রায় দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে আসনটির কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বক্তব্য প্রদানকালে সেলিনা ইসলাম এ মন্তব্য করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে