রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর পোলিং কর্মকর্তা পদে ভুয়া সেই শিক্ষক কে ভোট কেন্দ্রের দায়িত্ব থেকে বাদ দেওয়া হল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৭
সংবাদ প্রকাশের পর পোলিং কর্মকর্তা পদে ভুয়া সেই শিক্ষক কে ভোট কেন্দ্রের দায়িত্ব থেকে বাদ দেওয়া হল

নাটোরের নলডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ভুয়া শিক্ষক আবুল বাশার কে পোলিং অফিসারের পদ থেকে বাদ দিলেন নাটোর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা।। ভুয়া শিক্ষক পোলিং অফিসারের পদে দায়িত্ব পেয়েছিল মাধনগর এস আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষক আবুল বাশারের নাম কেটে দিয়ে –উপজেলা ভুমি অফিস ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী আবুল বাশার কে পোলিং কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে।গত ৬ জানুয়ারী শনিবার দৈনিক যায়যায়দিন পত্রিকায় নলডাঙ্গায় পোলিং অফিসারের পদে ভুয়া শিক্ষক নিয়োগ শিরোনামে সংবাদ প্রচার হয়।এ সংবাদ প্রচার হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হলে শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা সেই ভুয়া শিক্ষক পোলিং কর্মকর্তার পদ থেকে বাদ দেন।নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন এমপিওভুক্ত শিক্ষকরা অভিযোগ করে বলেন,আমরা এর আগের প্রতিটি নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করেছি,কিন্ত এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অনেক কে বাদ দিয়েছে।অথচ এমপিওভুক্ত শিক্ষক দের বাদ দিয়ে প্রাইভেট স্কুলের নাম দিয়ে ভুয়া শিক্ষক পোলিং অফিসারের পদে দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা দেওয়া আকরামুল হক বলেন,যাচাই বাছ্ইা করে অভিযোগের সত্যতা পাওয়ায় আবুল বাশার কে বাদ দেওয়া হয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে