রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মুক্তাগাছায় জোটের ভোটে ট্রাকের ধাক্কায় ভাঙলো লাঙ্গল

মামুন আল গাইয়ুম, মুক্তাগাছা (ময়মনসিংহ)
  ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:০৮
মুক্তাগাছায় জোটের ভোটে ট্রাকের ধাক্কায় ভাঙলো লাঙ্গল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) আসনে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

মুক্তাগাছা আসনে এবার ৭ জন প্রার্থী অংশগ্রহণ করলেও সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম এর মধ্যে হাড্ডা হাড্ডি নির্বাচনীয় প্রতিদ্বন্ধীতা হয়েছে।

এ আসনটিতে বর্তমান সংসদ সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ নানা বিতর্কে নৌকার মনোনয়ন হারান। তার জায়গায় নৌকার মনোনয়ন পান সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবদুল হাই আকন্দ। আসন ভাগাভাগির মারপ্যাচে আসনটি ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়া আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিযোগিতা করেন সাবেক এমপি ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সালাহ উদ্দিন আহমেদ মুক্তি।

মুক্তাগাছায় মোট ভোটারের সংখ্যা ৩,৬৪,১৬০ ( তিন লাখ চৌষট্টি হাজার একশত ষাট) তার মধ্যে সর্বমোট প্রাপ্ত ভোট সংখ্যা ৯৪,৪৩০ ( চুরানব্বই হাজার চার শত ত্রিশ) ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

লাঙ্গল প্রতীকে সালাহ উদ্দিন আহমেদ মুক্তি ৩৪,১৬৮ (চৌত্রিশ হাজার এক শত আটষট্টি) ভোট, আম প্রতীকে মোঃ সামান মিয়া ৪৫৬ ( চার শত ছাপান্ন ছাপান্ন ) ভোট, হাতুড়ী প্রতিকে মোঃ রফিকুল ইসলাম (রবি) ২৫২ (দুই শত বায়ান্ন) ভোট, ট্রাক প্রতীকে মোঃ নজরুল ইসলাম ৫২,৭৮৫ ( বায়ান্ন হাজার সাত শত পচাশি) ভোট, গামছা প্রতীকে মোহাম্মদ শাহিনূর আলম ৭৯৪ ( সাত শত চুরানব্বই)ভোট, ঈগল প্রতীকে বদর উদ্দিন আহমেদ ৩,৪৯৬( তিন হাজার চার শত ছিয়ানব্বই) ভোট ও গোলাপ ফুল প্রতীকে আজহারুল ইসলাম ৯৫০ ( নয় শত পঞ্চাশ ) ভোট পেয়েছেন।

মুক্তাগাছা উপজেলায় মোঃ নজরুল ইসলাম ৫২,৭৮৫ (বায়ান্ন হাজার সাত শত পচাশি) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাহ উদ্দিন আহমেদ মুক্তি ৩৪,১৬৮ (চৌত্রিশ হাজার এক শত আটষট্টি) ভোট পেয়েছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে