রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরসরাইয়ে জামানত হারাচ্ছেন ৫ প্রার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫
মিরসরাইয়ে জামানত হারাচ্ছেন ৫ প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এরা হলো- জাতীয় পার্টি এমদাদ হোসাইন চৌধুরী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আব্দুল মান্নান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ মোঃ ইউসুফ, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) নুরুল করিম আফছার, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৬হাজার ৫শত ২৫জন। এদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ১শত ১৭টি ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৭ হাজার ৮৮৯ ভোট।

প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৪০৮ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আব্দুল মান্নান (চেয়ার) প্রতীকে ২০৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ মোঃ ইউসুফ (টেলিভিশন) প্রতীকে ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) নুরুল করিম আফছার (একতারা) প্রতীকে ১৯৯ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত (পাঞ্জা) প্রতীকে ৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ ভোট পেতে হবে। এর থেকে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ফলে চট্টগ্রাম-১ আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে