শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বুধবার ৫ম বারের মত শপথ নিবেন জিল্লুল হাকিম

যাযাদি ডেস্ক
  ০৯ জানুয়ারি ২০২৪, ১৭:৫০
বুধবার ৫ম বারের মত শপথ নিবেন জিল্লুল হাকিম

পূনরায় নির্বাচিত হওয়ায় এমপি জিল্লুল হাকিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

বুধবার মহান জাতীয় সংসদে ৫ম বারের মত শপথ গ্রহণ করবেন পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার মানুষের ভালবাসায় বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারী ১ লক্ষ ৮৫ হাজার ৪ শত ১৮ ভোটের ব্যাধানে বিশাল বিজয় অর্জন করায় মঙ্গলবার ২য় দিনেও দিন ব্যাপী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সকাল থেকেই পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার নেতা কর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাক্তি পর্যায়ে ভালবাসার মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু সরকারি কলেজ, পাংশা সরকারি কলেজ,কালুখালী সরকারি কলেজ,সুজানগর মাধ্যমিক বিদ্যালয়, বহলাডাংগা উচ্চ বিদ্যালয়, কোলানগর একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। পাংশা শহরের নারায়নপুরস্থ নিজ বাস ভবনের সামনে নেতা কর্মীদের উপচে পড়া ভীর লক্ষ করা গিয়েছে দিন ব্যাপী। ৫ ম বারের মতো বিপুল ভোট জয়লাভ করায় নেতা কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -২ ( পাংশা, কালুখালী বালিয়াকান্দি) আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিজয়ী হয়েছে।

৭ জানুয়ারী রাত ৯ টায় রাজবাড়ীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু কায়সার খান তার কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে বে- সরকারীভাবে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে বিজয়ী ঘোষণা করেন।

রাজবাড়ী-২ আসনে নৌকা প্রতীকে ৫ম বারের মতো বিজয়ী হয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৪৬৬ ভোট।

এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মতিন মিয়া (মশাল) প্রতীকে ২ হাজার ৬০২ ভোট পেয়ে ৩য় অবস্থানে, জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৩৪ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী মোঃ আব্দুল মালেক মন্ডল (ছড়ি) প্রতীকে ৮৪৭ ভোট পেয়ে ৫ম অবস্থানে এবং তৃণমূল বিএনপির প্রার্থী এস এম ফজলুল হক (সোনালী আঁশ) প্রতীকে ৭৬৫ ভোট পেয়ে ৬ষ্ঠ অবস্থান অধিকার করেন।

রাজবাড়ী-২ আসনে মোট ভোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ২৩৮ টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯৮ ও বাতিল ভোটের সংখ্যা ৬ হাজার ১৪০। রাজবাড়ী-২ আসনে ৫৫.১৩% ভোট পড়েছে।

রাজবাড়ী-২ আসনের মোট ভোটার ৫লাখ ২৮হাজার ৩১৯ জন। পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৪৪৯, মহিলা ভোটার ২লাখ ৫৮হাজার ৮৬৭জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। রাজবাড়ী-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৯৪টি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে