বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

চৌগাছায় শিক্ষকের দুটি গরুচুরি

চৌগাছা (যশোর) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২৪, ১৯:৫৪
চৌগাছায় শিক্ষকের দুটি গরুচুরি

যশোরের চৌগাছা পৌর এলাকায় ফের গরুচুরির ঘটনা ঘটেছে। রবিবার ১৪ই জানুয়ারী রাতে শহরের তার্নিবাস গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যাক্ষ ড. আলাউদ্দীনের বাড়ী থেকে একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। ড. আলাউদ্দীন চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যাক্ষ । এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ড. আলাউদ্দীন জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় গরুর খাবার দিয়ে ও গোয়াল ঘরের দরজায় তালা মেরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরে গরু নেই। চোরেরা গোয়ালের দরজার তালা ভেঙ্গে গরু ও গরুর বাছুর চুরি করে নিয়ে গেছে। গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। তিনি বলেন এ ঘটনার পর সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা ও পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। পরে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি বলেন, এমন একটি অভিযোগ পয়েছি। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে