শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আক্কেলপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২৪, ১৩:১৪
আক্কেলপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
আক্কেলপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরোফে শুভ (৩৭) কে নেশাজাতীয় অ্যাম্পলসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তার সহযোগী মারুফ সরদার (২৮) কেও গ্রেপ্তার দেখানো হয়।পুলিশ তাদের কাছ থেকে ২০ পিচ নেশাজাতীয় অ্যাম্পল জব্দ করে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুর রহমান জানান নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদের কে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন এ্যাম্পল ২০ পিছ উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিলকপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালানোর সময় সাতভাই মোড় নামক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদি হয়ে ওই ইউপি সদস্য ও তার সহযোগীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

বিষয়টি আজ সকাল দশটায় নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে