শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জামালপুরে ইয়েস গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৪, ১৪:৫৯
জামালপুরে ইয়েস গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ
জামালপুরে ইয়েস গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ

জামালপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দুর্নীতি বিরোধী সংগঠন ইয়েস গ্রুপ।

রোববার দুপুরে শহরের মাতৃসদন রোডে দুর্নীতি বিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস গ্রুপের তরুণ সদস্যরা এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, ইয়েস দলনেতা মুন্নাফ বক্তব্য রাখেন। এ সময় সনাক সহ-সভাপতি শামীমা খান, সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, রনজিত বিশ্বাস খোকন, তামান্না সালেহীন কবিতা, আসমাউল আসিফ, ইয়েস সহ-দলনেতা জাকারিয়া, সদস্য পলাশ দেবনাথ, লিখন, মাহিন, কৌশিক, আবৃতি আমিন ইভা, শিমলা, রিনি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অসহায় ও দরিদ্র শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে