বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

স্মার্ট শহর হবে পর্যটন নগরী কক্সবাজার : হুইপ কমল

কক্সবাজার প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:০২
স্মার্ট শহর হবে পর্যটন নগরী কক্সবাজার : হুইপ কমল

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওযার কমল জাতীয সংসদের হুইপ মনোনীত হওযায় কক্সবাজারে গণ সংবর্ধনা দেযা হয়েছে। রবিবার (২৮ জানুযারি) বিকাল ৪ টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয।

সংবর্ধিত অতিথি জাতীয সংসদের হুইপ সাইমুম সরওযার কমল এমপি বলেন, কক্সবাজারকে স্মার্ট শহরে পরিণত করার লক্ষে আকর্ষণীয ও পরিবেশবান্ধব পরিকল্পিত উন্নযন নিশ্চিত করতে একটি পরিকল্পনা প্রণযন করা হচ্ছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসডককে ছয় লেইনে উন্নীত করন, শহরের পাতাল সড়কসহ সকল সড়ককে আধুনিক করন করা ও ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত করাসহ নানান উন্নয়ন মুলক করার সম্মিলিত প্রচেষ্টায উদ্যোগ নেযা হবে।

তিনি আরও বলেন, আগে এমপি ছিলাম, প্রধানমন্ত্রী আমাকে হুইপ মনোনীত করেছেন।এখন এলাকার মানুষের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাব। আমি হুইপ হিসেবে নয়, আপনাদের কমল হয়েই সব সময় পাশে থাকতে চাই।

বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি ধন্যবাদ জানান হুইপ।

হুইপ সাইমুম সরওযার কমল এমপি বলেন, মাননীয প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো মানবতার নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। কক্সবাজারকে আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতার প্রত্যাশা করেন।

সভায কক্সবাজার পৌরসভার মেয়র, জেলা আওযামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা আওযামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেযারম্যান, জেলা আওযামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওযামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম, জেলা আওযামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ দাশ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান হামিদা তাহেরসহ অন্যান্য নেতাকর্মীরা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে