মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মেম্বার পেটালেন বৃদ্ধ কৃষককে, ফেললেন খালে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:২৭
মেম্বার পেটালেন বৃদ্ধ কৃষককে, ফেললেন খালে

ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) দোকানে মালামাল না কেনায় মো. বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৫) নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুল নামক স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. আরিফুর রহমান (৩৮) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিসার ব্যবসা রয়েছে। বৃদ্ধের ভাতিজার ভবন নির্মাণের জন্য মেম্বারের দোকান থেকে রড, সিমেন্ট না কেনায় তিনি এমন কাণ্ড ঘটান বলে বৃদ্ধের অভিযোগ। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি,

কৃষক মো. বেল্লাল হোসেন পাটওয়ারী বলেন, ‘আমার ভাতিজার ভবন নির্মাণ কাজের জন্য রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েকদিন ধরে আরিফ মেম্বার আমাকে চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন। তাঁর দোকান থেকে মালামাল না কেনায় তিনি আমাকে ঘটনাস্থলে পেয়ে মারধর করে রাস্তা সংলগ্ন খালে ফেলে দেন। এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও তিনি অনেকের সাথেই এমন করেছেন। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। আমি এ নির্যাতন ও অপমানের উপযুক্ত বিচার চাই।’

ইউনিয়ন পরিষদ সদস্য মো. আরিফুর রহমান বলেন, ‘গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাঁকে চড়, থাপ্পর দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। কেনার কাটার বিষয়টি সাজানো।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে