শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিঙ্গাইরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:২৮
সিঙ্গাইরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়াড মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমিন আক্তার। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জহুরা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়ারুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি, এম আব্দুল হান্নান।

গত সোমবার (২৯ জানুয়ারি) মেলা শুরু হয়। মেলায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তি পণ্য প্রদর্শনী করেন। সমাপনী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অকৃতকার্য শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকেও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে