গাজীপরের শ্রীপুরে বাড়ির পাশে থাকা গোবরের অরক্ষিত গর্তে পড়ে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্তত দেড় ঘন্টা পর স্বজনরা টের পেয়ে গর্ত থেকে তোলে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে শিশুটিকে। এমন খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার কড়ইতলী এবাদুল্লা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন (২) পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি মাওনা চৌরাস্তার ব্যবসায়ী।
নিহতের মামা শহিদুল ইসলাম জানান, সব শিশুর সাথে খেলা করছিল সাজ্জাদ হোসেন। পরে সবার মাঝ থেকে আলাদা হয়ে মায়ের খোঁজ করতে করতে বাড়ির পশ্চিম পাশে চলে যায়।
এ সময় বাড়ির একটু দূরেই সুরুজ বাঙ্গালি নামের এক ব্যক্তির বায়োগ্যাস প্লান্টের গর্তে পড়ে সে মারা যায়। তিনি অভিযোগ করে বলেন এমন গুরুত্বপুর্ন স্থানে এতো বড় একটি অরক্ষিত তরল গোবর ভর্তি গর্ত রেখে দিয়েছে যার মধ্যে পড়ে আমার ছোট্ট ভাগিনাটা করুন মৃত্যু বরণ করলো। কত শিশু এ গর্তের আশপাশে খেলা করে, চলাচল করে তবুও দায়িত্ববোধ জাগেনি তাদের। এটা এক প্রকার হত্যার শামিল।
শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) রওশন আলী যায়যায়দিনকে বলেন,"গর্তে পড়ে শিশুর মৃত্যুর এমন খবর কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো"।
যাযাদি/ এম