মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নিরাপদ বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ালো লেডিস ক্লাব

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০
কিশোরগঞ্জে নিরাপদ বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ালো লেডিস ক্লাব

ঠান্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা কাবু করেছে নিম্ন আয় ও বৃদ্ধ মানুষদের। অসহায় মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো কিশোরগঞ্জ লেডিস ক্লাব।

মঙ্গলবার সকালে উপজেলার সরকারী কলেজ সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও ইউএনও'র সহধর্মিনী তাহরিমা ইসলাম তৃনা।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের অনেকের হয়তো সন্তান নেই অথবা সন্তান থেকেও নেই, আমি আপনাদের সন্তান সমতুল্য তাই এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা,শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান ও লেডিস ক্লাবের সদস্যবৃন্দ আদুরী আক্তার, রোমানা ফেরদৌস,সানা আফরোজ সাথী,দিলরুবা আক্তার,রোমানা বেগম, সানজিদা ইসলাম রাজিয়া সুলতানা প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে