জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম লিচু, বিদ্যুৎসাহী সদস্য এ ই এম মাসুদ রেজা, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত প্রমুখ।
অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধণা, এসএসসি-২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম