শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নবীগঞ্জে রাসুল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ গ্রেফতার

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯
নবীগঞ্জে রাসুল (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ গ্রেফতার

নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদ্য বহিস্কৃত সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর আক্রমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত অনির্বাণ নাগ শিবপাশা এলাকার যতিন্দ্র নাগের ছেলে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসংগত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত দুটি পোস্ট করেন নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা যতিন্দ্র নাগের ছেলে ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদ্য বহিস্কৃত সদস্য সচিব অনির্বাণ নাগ অনি। ৯ ফেব্রুয়ারী ফেসবুক পোস্টে অনির্বাণ নাগ অনি রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। অনির্বাণ নাগ অনিকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবী করে শতাধিক পোস্ট করেন ফেসবুক ব্যবহারকারীরা। ইতিপূর্বেও অনির্বাণের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অভিযোগ রয়েছে। তবে বার বার ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবী করে রক্ষা পেয়ে যায়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর অনির্বাণ নাগ অনি তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবী করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে। এরপর থেকে তারঁ আইডি ফেসবুকে পাওয়া যাচ্ছেনা। এ নিয়ে গত কয়েক দিন ধরে ধর্মীয় অনুসারী মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। উপজেলার বিভিন্ন স্থানে অনির্বাণ নাগ অনিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার বিকালে ওসি নবীগঞ্জ বরাবরে স্মারক লিপি দেন মুসলমানগণ। ৩ দিনের মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন ওসি মোঃ মাসুক আলী। আশ্বাসের এক দিনের মধ্যেই সোমবার সকালে শহরতলীর আক্রমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অনি গ্রেফতারের খবরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে