রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

লক্ষ্মীপুরে শুরু হয়েছে পুলিশের কাবাডি খেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৭
লক্ষ্মীপুরে শুরু হয়েছে পুলিশের কাবাডি খেলা

লক্ষ্মীপুরে ৬টি দল নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা পুলিশের কাবাডি খেলা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে পুলিশ লাইন্স মাঠে ফিতা কেটে কাবাডি খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, সদর (সার্কেল) মো. সোহেল রানা, বিশেষ শাখার (ডিআইওয়ান) মো. আজিজুর রহমান মিয়া,ডিবি-পুলিশের (ওসি) শাহাদাৎ হোসেন টিটু, ৮নং চর বংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সাহলেসহ প্রমুখ।

এ খেলায় অংশগ্রহণ করবেন, সদর মডেল থানা, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানা পুলিশের ৬টি দল।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন- রায়পুর থানা পুলিশের দল ও রামগতি থানা পুলিশ।

পুলিশ সুপার বলেন- এ কাবাডি খেলা হয়েছে বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা। খেলার সময় সবাই সর্তক ভাবে খেলতে হবে। একজন খেলোয়াড় অন্যজন খেলোয়াড়কে আক্রমণ করতে পারবে না। এটি একটি কৌশলগত খেলা। এ ৬ দলের মধ্য যারা চ্যাম্পিয়ন হবে তারা (চট্টগ্রাম) বিভাগীয় পর্যায়ে খেলবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে