নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও প্রতারণার অভিযোগে স্বামীসহ যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম প্রমুখ।
যাযাদি/ এম