বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান পিপিএম পদক পেলেন

ফেনী প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৩
ছবি: সংগৃহীত

২০২৩ সালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেবা, কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ “'প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হলেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে তাঁকে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার) পিপিএম ।

এই পুরস্কার প্রাপ্তিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, রেঞ্জ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন ফেনী জেলা পুলিশের এ কর্মকর্তা।

এছাড়াও এ পদক প্রাপ্তিতে তিনি সকল সহকর্মীসহ ফেনীবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত,এসপি মো. জাকির হাসান ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র্যাবের এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরিজীবন শুরু করেন।

বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে